ছবি সহকারে রিলেটেড পোস্ট যোগ করুন By LinkWithin

কি কি আছে?
- এটাতে রিলেটেড পোস্ট দেখা যাবে ছবি সহকারে।
- অটো পোস্টের নিচে রিলেটেড পোস্ট দেখা যাবে।
- ব্লগের পেজ ভিউ বাড়বে।
- এটা বিনামূল্যে পাওয়া যায়।
- সহজে যোগ করা যাবে।
কিভাবে যোগ করবেনঃ
এটা যোগ করার জন্য প্রথমে Linkwithin এ যান।এবার নিচের ছবিটা ফলো করেন।
ইমেইল,ব্লগের অ্যাড্রেস দেন।তারপর প্লাটফর্ম থেকে ব্লগার সিলেক্ট করুন,Width এ যে কয়টি রিলেটেড পোস্ট দেখাতে চান সে সংখ্যাটি নির্বাচন করুন।
এবার Get Widget এ ক্লিক করুন।
তারপর Install Widget এ ক্লিক করুন।এবার আরেকটি আলাদা পেজ আসবে।
এখানে কোন ব্লগে এটি সেটাপ করবেন সেটা নির্বাচন করুন,টাইটেল দেন।তারপর Add Widget এ ক্লিক করুন।
ব্যস এবার আপনার ব্লগে সফল ভাবে রিলেটেড পোস্ট যোগ করা হয়েছে।ব্লগে যেয়ে দেখুন সেখানে এটা সুন্দর ভাবে বসে গেছে।
No comments:
Post a Comment