Tuesday, February 4, 2014

গুগল ওয়েবমাস্টারে ব্লগারকে সাবমিট করবেন কিভাবে

গুগল ওয়েবমাস্টারে ব্লগারকে সাবমিট করবেন কিভাবে

ব্লগিং করতে হলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খুবই দরকার।সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দুই প্রকার
On page Optimization and Off page Optimization.গুগল ওয়েবমাস্টারে ব্লগকে সাবমিট করা On Page Optimization এর ভিতর পড়ে।তাছাড়া গুগল বর্তমানে নাম্বার ওয়ান সার্চ ইঞ্জিন সাইট।এখানে প্রতিদিন প্রচুর লোক তাদের দরকারি জিনিস খোজ করে থাকে।২০১৩ সালে গুগল আমেরিকাতে দুই নাম্বার সার্চ ইঞ্জিন সাইট হয় কিন্তু সামগ্রিক ভাবে সারা ওয়ার্ল্ড এর বিবেচনায় এক নাম্বার সার্চ ইঞ্জিন সাইট নির্বাচিত হয়।


তাই গুগল এ ব্লগকে সাবমিট করে গুগল থেকে প্রচুর ভিজিটর পেতে পারেন।তাহলে আসুন জেনে নেয়া যাক কিভাবে গুগলে আপনার ব্লগকে সাবমিট করবেন। 

কীভাবে সাবমিট করবেন? 
  1. প্রথমে গুগল ওয়েবমাস্টারে যান। 
  2. সাইন ইন করেন এখানে আপনার জিমেইল অ্যাকাউন্ট আপনার আইডি।
  3. Add A Site এ ক্লিক করুন।
  4. এবার আপনার সাইটের লিঙ্কটি দিন এবং Continue এ ক্লিক করুন।


এবার সাইটম্যাপ সাবমিট করতে Sitemap এ ক্লিক করুন।

Add/Test Sitemap  এ ক্লিক করুন এবং নিচের লেখা টুকু দেন
atom.xml?redirect=false&start-index=1&max-results=500
 এখানে শেষে ৫০০ লেখা আছে এটা আপনার সাইটের পোস্টের সংখ্যার উপর নির্ভর করবে,সাইটের পোস্ট যদি ৫০০ এর বেশি হয় তবে এখানে ১০০০ দিবেন।
এবার Submit Sitemap এ ক্লিক করুন।

ব্যস আপনার ব্লগটি গুগল ওয়েবমাস্টারে সাবমিট করা হয়েছে। 

No comments:

Post a Comment