Tuesday, February 4, 2014

ইয়াহু এবং বিং সার্চ ইঞ্জিনে ব্লগার বা ব্লগস্পটকে কিভাবে সাবমিট করবেন

ইয়াহু এবং বিং সার্চ ইঞ্জিনে ব্লগার বা ব্লগস্পটকে কিভাবে সাবমিট করবেন

কোন কিছু খোজ করার জন্য গুগল,ইয়াহু এবং বিং এই তিনটি সার্চ ইঞ্জিন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।এই তিনটি সার্চ ইঞ্জিন নিয়ে সবাই কাজ করতে চান আমিও তার ব্যতিক্রম নয়।এর আগে আমি দেখিয়েছিলাম কিভাবে গুগল ওয়েবমাস্টার এ ব্লগ কে সাবমিট করা যায়।এখন দেখাব কিভাবে বিং এবং ইয়াহুতে ব্লগকে সাবমিট করা যায়।



প্রথমে বলে রাখি ইয়াহু এবং বিং এখন থেকে একসাথে কাজ করছে তাই বিং এ শুধু সাবমিট করলেই ইয়াহুতে সাবমিট করা হয়ে যাবে।বাড়তি করে ইয়াহুতে সাবমিট করতে হবে না। তাছাড়া ইয়াহুতে আপনি আলাদা ভাবে সাবমিট করতে পারবেন না।তাহলে আসুন দেখে নেয়া যাক।

কিভাবে সাবমিট/দাখিল করবেনঃ
সাবমিট করার জন্য প্রথমে বিং ওয়েবমাস্টার এ যান।
এবার সাইন ইন বা সাইন আপ করেন।
দেখুন Add A Site লেখা আছে এখানে আপনার সাইট এর লিঙ্ক দিয়ে Add এ ক্লিক করুন।
আরেকটি পেজ আসবে এখানে সাইটের লিঙ্ক দেয়া আছে নিচে সাইটম্যাপ দিতে হবে।এখানে নিচের মত লিঙ্ক দিন।
http://www.blogtipsnticks.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=500

লাল কালারের জায়গায় আপনার নিজের ব্লগের লিঙ্কটি দিন এবং Add এ ক্লিক করুন।
এখন দেখুন ভেরিফাই অপশন আসবে এখান থেকে Meta Tag টি সিলেক্ট করুন।এবং পেজটি বন্ধ করে দিবেন না।


এবার আপনার সাইটের Template>Edit Html এ যান
ট্যাগের নিচের পেস্ট করে দেন।এবার সেভ করুন।
এবার বিং এ যান এবং নিচে Verify লেখাতে ক্লিক করুন।ব্যস এবার আপনার ব্লগটি ভেরিফাই হয়ে গেছে।

পিং করুন ইয়াহু এবং বিং এ
এবার আপনার সাইটকে পিং করার পালা এটি করলেই আপনার সাইটটি পুরাপুরি ভাবে ইয়াহু এবং বিং এ সাবমিট করা হবে সফল ভাবে।এবার নিচের নিয়ম অনুযায়ী পিং করুন।



 প্রথমে নিচের যেকোন লিঙ্ক কপি করুন।এবং ব্রাউজারে পেস্ট করুন।
এই সাইটের জায়গায় আপনার ব্লগের লিঙ্কটি দিন এবং ইন্টার দেন।
এবার সফল ভাবে পিং করা হলে "Thank You for submitting your sitemap." এই বার্তাটি আসবে তাহলে বুঝবেন সফলভাবে পিং করা হয়েছে।

পোস্ট সংখ্যা ১ থেকে ৫০০ হলে।
http://www.bing.com/webmaster/ping.aspx?siteMap=http%3A%2F %2Fhttp://www.blogtipsnticks.com%2Fatom.xml%3Fredirect%3Dfalse% 26start-index%3D1%26max-results%3D500

পোস্ট সংখ্যা ৫০১ থেকে ১০০০ হলে।
http://www.bing.com/webmaster/ping.aspx?siteMap=http%3A%2F %2Fwww.blogtipsnticks.com%2Fatom.xml%3Fredirect%3Dfalse% 26start-index%3D501%26max-results%3D500

পোস্ট সংখ্যা ১০০০ থেকে তার বেশি হলেঃ
http://www.bing.com/webmaster/ping.aspx?siteMap=http%3A%2F %2Fwww.blogtipsnticks.com%2Fatom.xml%3Fredirect%3Dfalse% 26start-index%3D1001%26max-results%3D500

উপরের যে কোন কোড কপি করে ব্রাউজারে পেস্ট করুন।

১।আপনাকে সাবমিট করার পর পাঁচদিন অপেক্ষা করতে হতে পারে।
২।আপনার ব্লগে অবশ্যই ১৫টির বেশি পোস্ট থাকতে হবে।
এর পর যদি পুরাপুরি ভাবে সাবমিট না হয় তবে ডিলিট করে আবার একই নিয়মে সাবমিট করুন।তবে আশা করি একবারেই সাবমিট হয়ে যাবে এবং বিং এবং ইয়াহু আপনার সাইটকে ইনডেক্স করতে শুরু করবে।এবার এখন থেকে প্রতিদিন লেখা পোস্ট করুন।
ভালো থাকবেন আর মন্তব্য করতে ভুলবেন না।

No comments:

Post a Comment